ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কোন জায়গাতেই আমরা পিছিয়ে নেই : মেয়র আইভী

কোন জায়গাতেই আমরা পিছিয়ে নেই : মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমরা শুধু স্বাস্থ্য না, পরিবেশ নিয়ে কাজ করেছি, অন্যান্য বিষয়েও কাজ করেছি। কোন জায়গাতেই আমরা পিছিয়ে নেই। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পাইলটিং প্রোগ্রামে অনেকক্ষেত্রে এগিয়ে আছে।’

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে স্বাস্থ্যকর্মীদের ট্যাব বিতরণী অনুষ্ঠানে আইভী এসব কথা বলেন। সম্প্রসারিত টিকাদান কর্মসূচিকে আরও ফলপ্রসু ও ত্বরান্বিত করতে এটিকে প্রযুক্তির অধীনে উদ্যোগের অংশ হিসেবে সরকারের সহযোগিতায় এই কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্যকর্মীদের মাঝে ট্যাব বিতরণ করেছে ইউনিসেফ।

আইভী বলেন, ‘এই ধরনের প্রকল্পের কারণে সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে। ইপিআইতে আমরা ৮৫ শতাংশ সফল। তবে এইটাকে শতভাগ করতে হবে। এজন্য মাঠপর্যায়ে পরিশ্রম করতে হবে। কোথায় কোন জায়গায় সমস্যা সেই বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করবো। সবকিছু মিলিয়ে টার্গেট ফিক্সড করে দিতে হবে। এই টার্গেট সম্পন্ন করতে হবে।’

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী, এই প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার এসএম আব্দুল্লাহ আল মুরাদ, ইউনিসেফের টিম লিডার (নিউইয়র্ক) ডা. আনিস সিদ্দিক, ইমিউনাইজেশন কনসাল্টেন্ট ডা. রিয়াদ মাহমুদ, ডা. জাহিদ হাসান প্রমুখ।

নারায়ণগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত